সংবাদদাতা,আসানসোলঃ- খনিতে কাজ করতে গিয়ে খনির চাল ধসে মৃত্যু হল এক খনি কর্মীর, গুরুতর আহত দুই। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়ার অন্তর্গত, সাত গ্রাম ইনক্লাইনে। মৃত খনী কর্মীর নাম সওদাগর ভূঁইয়া। গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুই খনি কর্মী। আহত দুই খনি কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোলের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। খনি কর্মীদের দাবি কয়লার চাল ঠিকভাবে মজবুত না থাকায় হঠাৎ তা ধসে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দুর্ঘটনার পরই খনি শ্রমিকেরা ঘটনার জন্য কোলিয়ারি কর্তৃপক্ষ দায়ী করে কোলিয়ারির এজেন্ট কার্যালয়ে এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। অন্যদিকে এদিন দুর্ঘটনার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যরা দুর্ঘটনার জন্য ইসিএল আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়।