সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে ফের খোলামুখ খনিতে কয়লা কুড়াতে গিয়ে মৃত্যুর ঘটনা, এবার পাথর চাপা পড়ে মৃত্যু হল বছর ১২-এর বালকের। ঘটনা ইসিএলের জামুড়িয়ার শিবডাঙ্গার খোলামুখ কয়লাখনি এলাকার।
জানা গেছে এই খনি থেকে ওভারবার্ডেন তুলে বাইরে রাখা হয়। আর ওই ওভারবার্ডেন থেকে কয়লা সংগ্রহ করে আশেপাশে গ্রামের কিছু মানুষজন। এদিন সকালেও বেশ কয়েকজন লোক সেই ওভারবার্ডেন থেকে কয়লা বাছাই করছিলো। তাদের মধ্যে ছিল আপার জবা গ্রামের বাসিন্দা বছর বারোর এক বালক সুদীপ টুডু । প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন কয়লা বাছাইয়ের সময় আচমকা একটি পাথর উপর থেকে গড়িয়ে পড়ে। অন্যান্যরা পালিয়ে বাঁচলেও ওই নাবালক পাথরের তলায় চাপা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ওই বালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে ঘটনার পর সেখানে উপস্থিত হন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এবং এই মৃত্যুর জন্য ইসিএল ও ঠিকাদার সংস্থাকে দায়ী করে সরব হন। তিনি বলেন, “ছোট ছোট বাচ্চাদের দিয়ে লেবারের কাজ করাচ্ছে ইসিএল ও ঠিকা সংস্থা। আর কোনো কারণে মৃত্যু হলে কয়লা চুরির তকমা লাগিয়ে দায় সেরে ফেলা হচ্ছে। এদিনের মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী ইসিএল ম্যানেজমেন্ট ও কয়লা উত্তোলনকারী ঠিকা সংস্থা। ইসিএল যদি কর্মরত ঠিকা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের না করে তবে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”