সংবাদদাতা,আসানসোলঃ- কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত ও মূল অভিযুক্ত অনুপ মাজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রত্নেশ ভর্মা । এদিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও বিচারক তা খারিজ করে তাঁকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে সিবিআইও রত্নেশ ভর্মাকে নিজেদের হেফাজতে নেওয়ার পক্রিয়া শুরু করেছে। মামলার পরবর্তী শুনানি বুধবার।
প্রসঙ্গত এই রত্নেশই অনুপ মাজি ওরফে লালার কয়লার পরিবহনের বিষয়টি দেখতেন বলে জানা গেছে। ইসিএলের খনি থেকে পাচার হওয়া কয়লা কোথায় যাবে, কোন গাড়িতে কোন গন্তব্যে যাবে পুরোটাই দেখতেন তিনি। বহু দিন ধরেই রত্নেশকে খুঁজছিল সিবিআই। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। এর আগে তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি। ফলে তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কয়লাকাণ্ডের চার্জশিটেও তাঁর নাম রয়েছে। শেষমেশ মঙ্গলবার আচমকাই আদালতে আত্মসমর্পণ করলেন রত্নেশ। রত্নেশের থেকে বহু তথ্য মিলবে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকেরা।