সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে ফের অবৈধ কয়লা চোরাচালানের রমরমা কারবারের অভিযোগ। অবৈধ কয়লার চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩০০টনের বেশি কয়লা আটক করল সিআইএসএফ। আটক করা হয়েছে কয়লা ভর্তি বেশ কয়েকটি ট্রাক। ঘটনা জামুড়িয়া থানার চুরুলিয়া মাধবপুর এলাকার। অভিযোগ এলাকায় বেআইনিভাবে কয়লা মজুদ রেখে তা পাচার হচ্ছিল বিভিন্ন এলাকায়।
অবৈধ কয়লা কারবার নিয়ে ইডি সিবিআই-এর তদন্তের মধ্যেই ফের কয়লার অবৈধ পাচারের ঘটনা সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। দাবি ইডি সিবিআই-এর তদন্তের জেরে কিছুদিন বন্ধ থাকলেও আবার আসানসোল জুড়ে শুরু হয়েছে অবৈধ কয়লার সিন্ডিকেট রাজ। প্রকাশ্যে সেকথা স্বীকার করে নিয়েছেন জামুড়িয়া বিধায়ক হরেমরাম সিং। সম্প্রতি তিনি প্রকাশ্যে এক সভায় বলেন তার এলাকায় তিনি কোনো সিন্ডিকেট রাজ মেনে নেবেন না। অন্যদিকে বিধায়কের এই কথা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শাসক দলকে বিঁধতে ছাড়েননি। তিনি বলেন, আগেই বলেছিলাম যে এলাকায় সিন্ডিকেট রাজ শুরু হয়েছে। তৃণমূল বিধায়কের কথাতেও আজ তা সামনে এসেছে। তবে বিধায়ক কি সত্যি সত্যিই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে? নাকি এখানেও তার গোষ্ঠী সিন্ডিকেটের কাছে গুরুত্ব পাচ্ছেন না অন্য নেতারা গুরুত্ব পাচ্ছেন বলেই তিনি এই কথা প্রকাশ্যে বলছেন।” প্রশ্নও তুলেছেন জিতেন্দ্র তিওয়ারি।
অন্যদিকে সাধারণ মানুষের প্রশ্ন কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ অবৈধ কয়লার বিরুদ্ধে অভিযান চালালেও রাজ্য পুলিশ নীরব কেন?