সংবাদদাতা,আসানসোলঃ– কয়লা দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রত্নেশ বর্মাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৩ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার রত্নেশ বর্মাকে আদালতে পেশ করা হয়েছিল। প্রসঙ্গত গতমাসের ৩১ তারিখ আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছিলেন কয়লা কাণ্ডে অভিযুক্ত লালা ঘনিষ্ঠ রত্নেশ। ওই দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। পরের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি তাকে ফের সিবিআই আদালতে তোলা হলে রত্নেশ বর্মার ১৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ হয়। সোমবার সেই মেয়াদ শেষ হয়। কিন্তু এদিন রত্নেশ বর্মার তরফে জামিনের কোনও আবেদন করা হয়নি। অন্যদিকে সিবিআইকে জেলে গিয়ে রত্নেশ বর্মাকে জেরা করার অনুমতি দেন বিচারক।
আসানসোলের হীরাপুরের নরসুমদা কোলিয়ারি এলাকার বাসিন্দা রত্নেশ বর্মা। প্রসঙ্গত কয়লা দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রত্নেশ বর্মাকে পলাতক বা ফেরার ঘোষণা করা হয়েছিল। ২০১৯ ও ২০২০ সালে পরপর দুবার ওপেন ওয়ারেন্টও ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে তার খোঁজ চালাচ্ছিল সিবিআই। আদালতের নির্দেশে তার সম্পত্তিও ক্রোক করার প্রক্রিয়াও শুরু হয়েছিল। শেষ পর্যন্ত ৩১ জানুয়ারি খানিকটা অপ্রত্যাশিত ভাবেই সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করে রত্নেশ। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে রত্নেশ বর্মার।