সংবাদদাতা,আসানসোলঃ- মঙ্গলবার কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ আটজনকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। দু’তরফের শুনানি শেষে এই নির্দেশ দেন তিনি । আগামী শুনানির দিন স্থির হয়েছে ২৭ সেপ্টেম্বর। কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের কর্মী আধিকারিকদের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার মঙ্গলবার তাদের আসানসোল সংশোধনাগার থেকে সিবিআই আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, কয়লাকাণ্ডে গত জুলাই মাসে কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেফতার হন ইসিএলের ৪ বর্তমান ও প্রাক্তন জেনারেল ম্যানেজার সহ আট কর্মী আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, শুধু অনুপ মাঝি নয়, আরও অনেক কয়লা মাফিয়ার থেকেই ২০১৮-র শেষ দিক থেকে ২০২০-র প্রথম কয়েক মাস পর্যন্ত ৭ থেকে ৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন ধৃত ইসিএল আধিকারিকরা। যাতে সাহায্য় করেছিল ধৃত ইসিএলের একাধিক কর্মী।