সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- পুজোর আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পেল নতুন বাহিনী ” রক্ষক “। শুক্রবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এই বাহিনীর পথচলার সূচনা করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। মুলতঃ কমিশনারেট এলাকা অর্থাৎ আসানসোল ও দুর্গাপুর বিভিন্ন থানা এলাকার এরিয়া ডোমিনেশন ও ক্রাইম কন্ট্রোলে নজরদারি চালাবে ১৫ টি বুলেট সওয়ার এই ” রক্ষক ” বাহিনী। জানা গেছে দুটি বেসরকারি সংস্থা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে এই ১৫ টি বুলেট প্রদান করেছে।
প্রসঙ্গতঃ, আগে থেকেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি প্রমীলা বাহিনী রয়েছে। যারা স্কুটি নিয়ে বিভিন্ন থানা এলাকায় টহল দেয়। এই বাহিনীর কাজ প্রধানতঃ নারী সুরক্ষা বা নিরাপত্তার বিষয়টি দেখভাল করা।