সংবাদদাতা,আসানসোলঃ– মনোনয়নকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড আসানসোলের বারাবনিতে। শাসক দলের বিরুদ্ধে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ মনোনয়ন জমা বা ডিসিআর কাটার পর বিডিও অফিস চত্বর থেকে বের হবার পরেই শাসক দলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালাচ্ছে এবং তাদের ডিসিআর কেড়ে নেওয়া হচ্ছে,মারধর করা হচ্ছে। সিপিএমের অভিযোগ তারা মনোনয়ন জমা দিতে ও ডিসিআর কাটার জন্য বিডিও অফিস আসছিলেন। সেই সময়ই বিডিও অফিসের দপ্তরের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের পথ আটকে মারধর করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের পাল্টা অভিযোগ সিপিএম এলাকায় উত্তেজনা তৈরি করছে। ঝান্ডা ও মোটা মোটা লাঠি নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে।
যদিও বিডিও অফিস চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। তা সত্বেও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়নি। অন্যদিকে পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগে সরব বিরোধীরা। পুলিশ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।