সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল আদালত চত্বর পরিছন্ন ও দূষণমুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। বহু চেষ্টা করেও আদালত চত্বরের যত্রতত্র গুটকা ও পানের পিক ফেলা আটকানো যাচ্ছিল না। এবার কৌশল করে আদালত চত্বরের বিভিন্ন জায়গায় মনিষীদের ফটো ও গাছ বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পুলিশ প্রশাসনের এই অভিনব কৌশলকে স্বাগত জানিয়েছেন আদালত চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মীরা এবং আইনজীবীরা।
প্রশাসনের তরফে পুলিশ আধিকারিকেরা জানান সাধারণ স্টেশন চত্বরে বা ট্রেনে নোংরা থাকলেও মেট্রো স্টেশন বা ট্রেনগুলি অত্যন্ত পরিছন্ন থাকে। একই যাত্রীরা দুই জায়গায় যাতায়াত করলেও দুই জায়গার দৃশ্য আলাদা। আসলে পরিবেশের পরিবর্তন করেই মানুষের ব্যবহারে পরিবর্তান আনা সম্ভব। তাই আদালত চত্বরের পরিবেশটি সৌন্দর্যায়ন করেই এর পরিবেশ বদলের চেষ্টা করা হচ্ছে। যাতে মানুষের ব্যবহারেও তার প্রভাব পড়ে।