সংবাদদাতা,আসানসোলঃ– জামিনের আবেদনও করলেন না। জামিনও মিলল না। গরু পাচার মামলায় আবারও অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ফের আদালতে হাজির করানো হয়। যদিও অনুব্রতর আইনজীবীর তরফে এদিন জামিনের আবেদন করা হয়নি। অন্যদিকে এদিন বেশ কিছু নথি আদালতে জমা করে সিবিআই। সম্প্রতি গরু পাচার মামলায় শতাধিক বেনামি ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআইয়ের তদন্তকারীরা। জানা গেছে এদিন সেইসব নথিও আদালতে পেশ করে সিবিআই। প্রসঙ্গত গতকালই ওই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করেন তদন্তকারীরা। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, বেনামি অ্যাকাউন্ট নিয়ে তৃণমূল নেতাকে বেশ কিছু প্রশ্ন করা হলেও তার সদুত্তর মেলেনি। মামলার পরবর্তী শুনানির দিন ৩ রা মার্চ।
এদিন সকাল থেকেই আসানসোল সিবিআই আদালত চত্বর ও আসানসোলের বিশেষ সংশোধনাগারে পুলিশের তৎপরতা দেখা যায়। অন্যদিকে এদিন দুবরাজপুর থেকে রজত গরাই নামক এক ব্যক্তি সংশোধনাগার ও আদালত চত্বরে হাজির হন। তার জমায় অনুব্রত মণ্ডল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল। ওই ব্যক্তি দাবি করেন তিনি দুবরাজপুর পৌর নিগমের কর্মী এবং অনুব্রত মণ্ডল নির্দোষ। ভগবানের কাছে পুজো দিয়ে এদিন তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছেন যাতে তিনি দ্রুত জামিন পান।