সংবাদদাতা,আসানসোলঃ- গরু পাচার মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে ধাক্কা খেল ইডি। শনিবার এই বিষয়ে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে শুনানি ছিল। শুনানিতে আদালতে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত এই নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার গরু পাচার মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ল ইডি। বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান, কোন আইনে এবং কে এই মামলা সরিয়ে নিয়ে যাওয়ার অধিকার সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র আইনের একাধিক ধারার উল্লেখ করে আবেদনের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন। এর বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী ।
উল্লেখ্য, গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল এবং সহগল হোসেন। একই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডল। এ ছাড়া আগেই গ্রেফতার হন এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলা স্থানান্তরের জন্য আবেদন করে ইডি। দুই দফায় ঘণ্টা দেড়েক ধরে ইডির আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি হয়। কিন্তু গত ১৯ অগস্টের মতো শনিবারও সেই আবেদনের দ্বিতীয় শুনানির দিনেও কার্যত ধাক্কা খেল ইডি। শেষ পর্যন্ত দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক জানান, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ সেপ্টেম্বর।