সংবাদদাতা, আসানসোলঃ– এবার স্করপিওতে করে রাজ্যে গরু পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে রুখে দিল ঝাড়খণ্ডের নিরশা থানার মাইথন ফাঁড়ির পুলিশ। এরপরই গাড়িটি আটক করে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয় ।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মাইথন টোল প্লাজার কাছে অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি স্করপিও গাড়িতে তল্লাশির সময় গাড়ির মধ্যে থেকে একটি মৃত ও তিনটি গরু জীবিত অবস্থায় উদ্ধার হয়। গরুগুলির পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানা গেছে। মাইথন ফাঁড়ির ইনচার্জ বালাজি রাজহংস জানান গরুগুলিকে ঝাড়খন্ড থেকে এরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। স্করপিওটিতে রাচির নাম্বার পেল্ট লাগানো রয়েছে এবং গাড়ির চালক গাসুল আনসারী ও খালাসী মোহম্মদ আরমান আলম বিহারের গয়ার বাসিন্দা।
প্রসঙ্গত এর আগে দুধের গাড়ি সহ অন্যান্য গাড়িতে গরু পাচারের ঘটনা ধরা পড়েছে। কিন্তু এই প্রথম স্করপিওতে করে গরু পাচারের ঘটনা সামনে এল।