eaibanglai
Homeএই বাংলায়অনুব্রত মণ্ডলের জামিন খারিজ, সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন বিচারকের

অনুব্রত মণ্ডলের জামিন খারিজ, সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন বিচারকের

সংবাদদাতা,আসানসোলঃ- গরু পাচার মামলায় জামিন মিললো না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। শনিবার ফের তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে দুই পক্ষের সওয়াল জবাবের পর তৃণমূলের নেতাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ১১ নভেম্বর তাঁকে পূনরায় আদালতে তোলা হবে।

এবারাও প্রভাবশালী তত্ত্ব তুলে ধরার পাশাপাশি সিবিআই দাবি করে, জেলে জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। অন্যদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করে বলেন, দলবদল বা রীজনীতি থেকে সন্ন্যাস নিলে তবেই কি ‘প্রভাবশালী’ তকমা সরে যাবে তাঁর মক্কেলের। অন্যদিকে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে এদিন প্রশ্ন তোলেনন খোদ বিচারক। তদন্তকারীদের কাছে একটি সম্ভাব্য তারিখও জানতে চান তিনি। যদিও দুপক্ষের সওয়ালের পর তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত ১১ অগস্ট গ্রেফতার করা হয় অনুব্রতকে। এরপর থেকে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর শেষ বার জামিনের আবেদন করা হয়েছিল। তার পর পুজোর ছুটি পড়ে যায়। ছুটির পর শনিবারই আদালত খোলে, আর এদিনই ফের অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments