eaibanglai
Homeএই বাংলায়দুবরাজপুর আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে, স্থগিত দিল্লিতে নিয়ে গিয়ে জেরা

দুবরাজপুর আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে, স্থগিত দিল্লিতে নিয়ে গিয়ে জেরা

সংবাদদাতা,আসানসোলঃ– অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিল দুবরাজপুর থানার পুলিশ। আপাতত স্থগিত তৃণমূলের এই দাপুটে নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা। প্রসঙ্গত গতকালই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেয় ইডি’কে।

মঙ্গলবার সাত সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুর আদালতে নিয়ে যাওয়া হয় গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে মারধর ও খুনের চেষ্টা’র অভিযোগ দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। গত রবিবারই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় মঙ্গলবার দুবরাজপুর আদালতে বীরভূমের দাপুটে নেতাকে পেশ করে পুলিশ এবং হেফাজতে নেওয়ার আবেদন জানায়। দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক তৃণমূল নেতাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরফলে ইডির পক্ষে আপাতত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা সম্ভব হবে না ।

এদিকে গতকালই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেয়। প্রসঙ্গত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই আদালতের নির্দেশের সেই নথি আসানসোল সংশোধনগার কর্তৃপক্ষের হাতে পৌঁছনোর কথা। কিন্তু তার আগেই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর আদালতে।

এদিকে রবিবার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও গত বছরের নিবার্চনের আগের মারধরের ঘটনায় এতদিন পর অভিযোগ দায়ের প্রসঙ্গে অভিযোগকারী শিবঠাকুরের দাবি, দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করাটা সহজ নয়। যেহেতু তিনি এখন জেল হেফাজতে রয়েছেন তাই এই সময়ে অভিযোগ দায়ের করা তার পক্ষে সম্ভব হয়েছে । তবে অভিযোগ দায়ের করেও তিনি যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী তৃণমূল নেতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments