সংবাদদাতা,আসানসোলঃ– গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট কাটল। দিল্লিযাত্রা ঠেকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। শনিবার আদালত সেই আর্জি খারিজ করে দেয়। এরপরই তাঁকে দিল্লি নিয়ে যাবে কে, পুলিশ না ইডি, তা নিয়ে চাপান-উতোর শুরু হয়ে যায় । শনিবার সন্ধ্যায় ইডি আসানসোল জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চায় কখন অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতায় অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে তবেই তাঁকে বিমানে দিল্লি নিয়ে যাওয়া যাবে। এদিকে জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় অনুব্রত মণ্ডলের দায়িত্ব নিতে অপারগ পুলিশ। ইডি যেন নিজেই সেই দায়িত্ব নেয়। যদিও রবিবার ইডি জানিয়ে দেয় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয়।
এরপর সোমবার বিষয়টি নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় আসানসোল জেল কর্তৃপক্ষ। যার প্রেক্ষিতে বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দেন, আসানসোল জেল কর্তৃপক্ষকেই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যেতে হবে এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও একটি হাসপাতালে চিকিৎসা করিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে অনুব্রত মণ্ডলকে হাসপাতালেই ইডির হাতে তুলে দিতে হবে। এর পর ইডি অনুব্রত মণ্ডলকে নিয়ে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে। যথাসম্ভব দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করারও নির্দেশ দিয়েছেন বিচারক।