সংবাদদাতা,আসানসোলঃ- গরুপাচার কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপার রাজ্যরাজনীতি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শাসক দলের তাবড় নেতা। এরই মধ্যে আসানসোল শহর থেকে রাতের অন্ধকারে গরু চুরির অভিযোগ উঠল। এমনই একটি সিসিটিভি ফুটেজ সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বলপূর্বক পিকআপ ভ্যানে গরু তোলা হচ্ছে। যদিও ওই ভিডিও ফুটেজের সত্যতা যাছাই করেনি এই বাংলায় ডট কম। অভিযোগ আসানসোলের প্রাণকেন্দ্র হীরাপুর থানা এলাকায় ওই গরু চুরির ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে ওই ভিডিও সামনে আসতেই শাসক দলকে দুষে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে তৃণমূলকে তোপ দেগে বলেন শাসক দলের নেতা ও প্রশাসনের যোগসাজসে চলছে এই গরু চুরির ঘটনা। এই গরু চুরি নিয়ে আগেও প্রশানের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কাজ হয়নি বলে এদিন দাবি করেন তিনি। আগামী দিনে শহরের এই গরু চুরি ও পাচার রুখতে বিজেপি বড়সড় আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে রাজ্য তৃণমূল সম্পাদক ভি শিবদাসন দাবি করেন এটা কোনো রাজনৈতিক বিষয় না। চুরির ঘটনা সারা দেশেই হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।
সব মিলিয়ে গরু চুরি নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিবেশে।