সংবাদদাতা,আসানসোলঃ– দীপাবলীর আগে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতে তৎপর প্রশাসন। চলছে জয়াগায় জায়গায় তল্লাশি অভিযান। এরই মধ্যে আসানসোলের বারাবনি থেকে পুলিশি অভিযানে উদ্ধার হল নিষিদ্ধ শব্দ বাজি। এদিন বারাবনি থানার পক্ষ থেকে বারাবনি রেলগেট সংলগ্ন বাজারে বাজির দোকানগুলিতে তল্লাশি চালানো হয় এবং কয়েক হাজার টাকা শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকেও শব্দবাজি ব্যবহার না করার জন্য সচেতনতা মূলক প্রচার করা হয়।
বারাবনি থানার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা এই ধরনের অভিযান চালাবে। এবং যদি কোন দোকানদার এই শব্দবাজি বিক্রি করার সময় ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, প্রতিবছর আতশবাজি ব্যবহারের ফলে মারাত্মক হারে দূষিত হচ্ছে পরিবেশ। সেই কারণে প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও শব্দ বাজির ব্যবহার।