সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের জামুড়িয়া শিল্পতালুকের কারখানার কোপে পড়ে বিলুপ্তির পথে ঐতিহাসিক শ্মশান ও বন। অভিযোগে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে গঠিত ভূমিপুত্র অধিকার মঞ্চ। যার সহযোগীতায় রয়েছে বাউড়ী সমাজ শিক্ষা সমিতি।
প্রসঙ্গত জামুড়িয়া শিল্পতালুকের শ্যামসেল বেসরকারি কারখানা সংলগ্ন একটি শ্মশান রয়েছে। স্থানীয়দের মতে শ্মাশানটি বহু প্রাচীন এমনকি ওই শ্মশানে মহা সাধক বামদেব এসে সাধনা করেছিলেন। অভিযোগ এহেন ঐতিহ্যবাহী শ্মশান স্থানীয় কিছু শাসক দলের নেতাদের মদতে ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষ দখল করে নষ্ট করে দিচ্ছে। বারংবার বিষয়টি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ ও স্থানীয় শাসক দলের নেতা-নেত্রীদের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয় ভূমিপুত্র অধিকার মঞ্চের। এছাড়াও ওই বেসরকারি কারখানা লাগোয়া এক বিশাল পৌরাণিক জঙ্গল রয়েছে যার নাম নীল বন। শিল্পতালুকের বেসরকারি কারখানার আগ্রাসনে যা বিলুপ্ত হতে চলেছে বলেও অভিযোগ। প্রসঙ্গত ওই শ্মশান এবং জঙ্গল আশেপাশের প্রায় সাত থেকে আটটি গ্রামের মানুষ উপভোগ করত।
প্রতিবাদে ও ঐতিহ্যবাহী শ্মশান ও জঙ্গল বাঁচানোর দাবিতে রবিবার ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে শ্যামসেল কারখানার তিন নম্বর বি গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মী আধিকারিকরা। পরে সমস্যা সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষ ৫ দিনের সময় চেয়ে নিলে বিক্ষোভ উঠে যায়। তবে আগামী ৫ দিনের মধ্যে সমস্যা সমাধান ও তাদের দাবি গুলি নিয়ে কোনও উদ্যোগ গ্রহণ করা না হলে স্থানীয় ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে।