সংবাদদাতা,আসানসোলঃ– একেই শীতের মরশু,তাই পিকনিকের আমেজ। তারউপর বড়দিন, ছুটির দিন। আর এই বড়দিনের সকালে ভিড় উপচে পড়েছে আসানসোলের অন্যতম পর্যটনকেন্দ্র মাইথন জলাধারে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসেছেন মাইথন জলাধারে পিকনিক করতে। পাশাপাশি পার্শবর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্য থেকেও বহু পর্যটক এসেছেন ছুটি কাটাতে ও পিকনিক করতে।
এদিন পর্যটকদের মাইথনের সবুজ ঘেরা মনোরম পরিবেশকে যেমন উপভোগ করতে দেখা যায় তেমনি জলাধারে নৌকাবিহারেও মেতে ওঠতে দেখা যায় অনেককে। সব মিলিয়ে এবার বড়দিনে জমজমাট মাইথন পর্যটন কেন্দ্র।
অন্যদিকে এই ভিড়কে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা যাতে স্বছন্দে আনন্দে উপভোগ করতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও ব্যবহা গ্রহণ করা হয়েছে। মাইথন জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পর্যটকদের সুবিদার্থে স্বেচ্ছাসেবক এবং সহয়াতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে।