সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে মদের দোকানে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এক দুষ্কৃতীকে ধরে ফেলল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন দুষ্কৃতীর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম প্রতাপ দাস। সে নিঘা এলাকার বাসিন্দা এবং এর আগেও একাধিক মামলায় সে গ্রেফতার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। যদিও ডাকাতির প্রায় চার লক্ষ টাকা এবং বাকি দুই দুষ্কৃতীর খোঁজ মেলেনি।
এ বিষয়ে থানার ইন্সপেক্টর কৌশিক কুন্ডু বলেন, “গতকাল রাতের ডাকাতির ঘটনায় এক জনকে মোবাইল ট্রাক করে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের তল্লাশি চালানো হচ্ছে।”
প্রসঙ্গত গতকাল রাত সাড়ে ৯ টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গরাই রোডের গড়াই বিল্ডিংয়ের কাছেই একটি মদের দোকানের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দোকান বন্ধ হয়ে যাওয়ার পর দোকানের কর্মীরা যখন হিসাব নিকাশ করছিলেন সেই সময় তিন বন্দুকধারী দোকানের শাটার তুলে ভিতরে ঢুকে পড়ে ও কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ প্রায় চার লক্ষ টাকা লুঠ করে পালায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রাতেই ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করে দেয় পুলিশ।