নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ চার দিন নিখোঁজ থাকার পর পুকুর পাড়ের জঙ্গল থেকে উদ্ধার হল এক মাঝবয়সী এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। ঘটনা আসানসোলের জামুরিয়া থানা এলাকার নাগেশ্বর কোলিয়ারির মুন্ডা পাড়ার। মৃতের নাম পরিহার হেমব্রম বাড়ি বিহারের জামুই জেলার পানাড়ি গ্রামে। এলাকাবাসীদের বয়ান থেকে জানা গেছে, গত তিনদিন ধরেই জঙ্গল থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল। সামনেই শুয়োরের আখড়া থাকায় প্রাথমিকভাবে তারা মনে করেছিলেন শুয়োর মারা যাওয়ায় তা পচে দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু শুক্রবার গন্ধ ক্রমেই বাড়তে থাকায় তা সহ্যের বাইরে চলে যাওয়ায় এলাকাবাসীরা স্থানীয় মুন্ডাদের, যারা শুয়োর চাষ করেন তাদেরকে ওই জঙ্গল থেকে মরা শুয়োর পরিষ্কার করার জন্য চাপ দেয়। এলাকাবাসীদের চাপে পড়ে কয়েকজন মুন্ডা জঙ্গলে মরা শুয়োরের খোঁজ করতে গেলে তারা দেখেন এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, পরিহার হেমব্রম নামে ওই ব্যক্তি তার ভাই রাশি হেমব্রমের সঙ্গে মঙ্গলবার বিহার থেকে জামুরিয়ায় এসেছিলেন কাজের সূত্রে। এর আগেও তারা এই একই জায়াগায় কাজের সূত্রে ছিলেন। মৃতের ভাইয়ের বয়ান থেকে জানা গেছে, এখানে আসার সময় খরচ বাবদ দাদার কাছে নগদ ৮-৯ হাজার টাকা ছিল, মূলত ওই টাকার জেরেই দাদাকে কেউ বা কারা খুন করে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।