সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে রেলের অবৈধ নির্মাণ ভাঙ্গার অভিযান ঘিরে ধুন্ধমার কাণ্ড। উচ্ছেদে বাধা দিতে আসা আবাসিকদের চ্যাংদোলা করে ভ্যানে তুলে অবৈধ নির্মাণ ভাঙ্গার কাজ চালিয়ে যায় রেল প্রশাসন। অন্যদিকে রেলের এই উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এমনকি উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অন্যত্র থাকার ব্যবস্থাও নেওয়া হয়েছে দলের তরফে।
প্রসঙ্গত প্রায় দিন কুড়ি আগে চিত্তরঞ্জনের ৫৬ ও ৫৭ নম্বর রাস্তার পাশে দীর্ঘদিন ধরে রেলের জমিতে অবৈধভাবে বাড়ি বানিয়ে থাকা আবাসিকদের উঠে যাওয়ার নোটিশ জারি করা হয়। কিন্তু সেই নোটিশে কোনো কাজ না হওয়ায় অবশেষে সোমবার বিশাল আর পি এফ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে রেল প্রশাসন এবং বুলডোজার চালিয়ে এলাকার ৫৭ টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অন্যদিকে রেলের এই উচ্ছেদ অভিযান চালানোর সময় সেখানকার আবাসিকরা তৃণমূলের পতাকা হাতে প্রতিবাদ জানায় ও উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেসব তোয়াক্কা না করে বিশাল আর পি এফ বাহিনী সাহায্য়ে উচ্ছেদ কার্য চালায় রেল। আর উচ্ছেদ কার্যে বাধা দেওয়ার কারণে চিত্তরঞ্জনের খুবই পরিচিত মুখ দেব ঘোষকে আটক করে আর পি এবং চ্যাংদোলা করে ভ্যানে তুলে নিয়ে যায়।
এই বিষয়ে চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ব্যানার্জি বলেন, “রেলের উচ্ছেদ অভিযান নিয়ে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় চিত্তরঞ্জন রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করেছিলেন। যাতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পুণর্বাসন না দিয়ে তাদের ঘরবাড়ি ভাঙা না হয়। কিন্তু রেল প্রশাসন কোনো রকম তোয়াক্কাই করলেন না বিধায়কের কথা।” পাশাপাশি তাপস বাবু জানান উচ্ছেদ হওয়া বাসিন্দাদের এই শীতে সাময়িকভাবে ঠাঁই দেওয়ার জন্য হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা স্কুল ঘরগুলি ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন তারা।
অন্যদিকে রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ওই অবৈধ নির্মাণ ঘিরে চিত্তরঞ্জনে অনেক রকম দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে চলছিল। নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। পাশাপাশি চিত্তরঞ্জন রেলের সংরক্ষিত এলাকার মধ্যে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ।