সংবাদদাতা,আসানসোলঃ– পশ্চিম বর্ধমান জেলায় চলতি বছরে প্রথম ডেঙ্গুতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বছর কুড়ির কলেজ ছাত্রের। মৃত যুবকের নাম অবিনাশ সাউ। বাড়ি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাঙানিয়া পাড়া এলাকায়। সে আসানসোল বিবি কলেজের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল শহরে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে জ্বর নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল ওই যুবক। সেখানে রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। যদিও এবিষয়ে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করেন ডেঙ্গুতে আসানসোলে সেরকম প্রভাব পড়েনি। বিগত এক সপ্তাহে ১৬ টা ডেঙ্গু পজেটিভ কেস পাওয়া গেছিল। যার মধ্যে একটা সংকটজনক ছিল। দুর্গাপুরে এবারে ডেঙ্গু বেশি প্রভাব ফেলেছে, সেখানে ইতিমধ্যেই ১২০ জন ডেঙ্গু আক্রান্ত।
অন্যদিকে আসানসোলের ৪২ নম্বর ওয়ার্ডে রাঙানিয়া পাড়া এলাকায় প্রচুর খাটাল থাকার জন্য এবং নিয়মিত তা পরিষ্কার না করা ও পাশাপাশি নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই ডেঙ্গুর প্রকোর দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। যদিও এই ঘটনা ঘটার পরেই তৎপরতা শুরু করেছে কর্পোরেশন। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি শুরু হয়েছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ।