eaibanglai
Homeএই বাংলায়একই দিনে আদালতে নথি চুরি, জঙ্গল থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

একই দিনে আদালতে নথি চুরি, জঙ্গল থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে একই দিনে একদিকে আদালত থেকে খোয়া গেল গুরুত্বপূর্ণ নথি, অন্যদিকে ওই দিনই জামুরিয়ায় দু’নম্বর জাতীয় সড়কের পাশের জঙ্গল থেকে উদ্ধার হল ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ বহু নথি। যা নিয়ে রাতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত রবিবার রাতে আসানসোল আদালত থেকে দরজা ভেঙে প্রায় ৩০০ নথি চুরি যায়। সোমবার সকালে আদালতের কাজ শুরু হলে বিষয়টি নজরে আসে। পুলিশ ও আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টায় আদালতের কর্মীরা কাজে যোগ দিয়ে দেখেন, রেকর্ড রুমে টেবিলের উপরে সাজিয়ে রাখা নথিগুলি উধাও। দেখা যায়, রুমের দরজার একটি পাল্লার নীচের অংশ ভাঙা। বিষয়টি তাঁরা জেলা জজকে জানান। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। জেলা জজ বিজয়েশ ঘোষাল এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) কুলদীপ সেনাওয়ানে ঘটনাস্থল পরিদর্শন করেন। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনের শেষে গির্জা মোড় এবং নিয়ামতপুর থেকে চুরি যাওয়া প্রায় ৫০ শতাংশ নথি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নথির খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত এই আদালতে গরু ও কয়লা পাচারের মতো গুরুত্বপূর্ণ মামলা চলছে। তবে চুরি যাওয়া নথির মধ্যে গরু ও কয়লা পাচার সংক্রান্ত কোনও নথি নেই বলেই প্রাথমিক ভাবে দাবি করা হয়েছে।

অন্যদিকে সোমবার সকালেই জামুরিয়া থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডে দু’নম্বর জাতীয় সড়কের পাশে জঙ্গলে বিভিন্ন নথি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় নথিগুলির মধ্যে মধ্যে ভোটার কার্ড ,ড্রাইভিং লাইসেন্স ,বিভিন্ন গাড়ির ইন্সুরেন্স ছাড়াও আরো অনেক নথিপত্র পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি নথিগুলির মধ্যে পুরুলিয়া জেলার নথিও রয়েছে। খবর পেয়ে স্থানীয় জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নথিপত্রগুলি সংগ্রহ করে নিয়ে যায়। প্রসঙ্গত দশ দিন আগেই এই এলাকারই অন্যত্র নথিপত্র পড়ে থাকতে গিয়ে দেখা গিয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments