সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এখনও রয়ে গেছে পানীয় জলের সমস্যা। তার মধ্যে অন্যতম ডামরা ও জামুড়িয়ার বিস্তীর্ণ এলাকা। অম্রুত প্রকল্পের প্রথম ধাপে শিল্পাঞ্চলের পানীয় জলের সমস্যা কিছুটা মিটলেও উক্ত দুটি অঞ্চলে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। এবার এই অঞ্চলের পনীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এল পুরসভা। এই এলাকার প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দিতে অম্রুত প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছে আসানসোল পুরনিগম।
এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প দুটির উদ্বোধন করেন মহানাগরিক বিধান উপাধ্যায়। ডামরা এলাকার জন্য ২৮ কোটি টাকা ও জামুড়িয়া প্রকল্পের ৮৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুধবার এমনটাই জানালেন মেয়র বিধান উপাধ্যায়। পাশাপাশি এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ওই অঞ্চলের প্রতিটি ঘরে পানীয় জলের সমস্যা মিটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ২০২৪ এর মধ্যে এই প্রকল্প দুটির কাজ শেষ হওয়ার কথা।