eaibanglai
Homeএই বাংলায়আসানসোল-দুর্গাপুরের দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে উড়বে ড্রোন

আসানসোল-দুর্গাপুরের দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে উড়বে ড্রোন

সংবাদদাতা,আসানসোলঃ– পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুর অঞ্চল শিল্পাঞ্চল নামেই পরিচিত। জেলার অধিকাংশ কলকাখানা গড়ে উঠেছে এই এলাকায়। যার জেরে এই শিল্পাঞ্চলটি বরাবার দূষণের কবলে। আর এই দূষণ ক্রমাগত বেড়ে চলেছে। দেশেরে সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে উঠে আসছে আসানসোল দুর্গাপুরের নাম। অন্যদিকে এই দূষণের জেরে ভুগতে হচ্ছে শিল্পাঞ্চলের বাসিন্দাদের। নানা রকম শ্বাসপ্রশ্বাস জনিত রোগ, অ্যালার্জি, চর্মরোগের শিকার হচ্ছেন বাসিন্দারা, বিশেষত শিশু ও বয়স্করা।

এবার শিল্পাঞ্চলের দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অত্যাধুনিক ড্রোন টেকনোলজির সাহায্য় নিতে চলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যার জন্য আসানসোল পুলিশের হাতে পর্ষদের তরফে তুলে দেওয়া হল অত্যাধুনিক তিনটি ড্রোন। জানা গেছে এই ড্রোনগুলি ওড়ানোর সঙ্গে সঙ্গে তা থেকে তোলা ছবি ও তথ্য অনলাইনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কলকাতার হেড অফিসে সরাসরি চলে যাবে। কোনো কারখানা অতিরিক্ত দূষণ ছাড়ালে সেই তথ্যও চলে যাবে পর্ষদের অফিসে আর ওই তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

তবে এই ড্রোনগুলি যে কোনও উৎসব ও অনুষ্ঠানে ভিড় ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগাতে পারবে পুলিশ। দিল্লি আইআইটি-এর একটি টিম সম্পূর্ণ দেশীয় টেকলজিতে এই ড্রোনগুলি তৈরি করেছে যা দিল্লির এক বেসরকারি সংস্থার মাধ্যমে বিপণনের ব্যবস্থা করা হয়েছে। সোমবার এরকমই তিনটি ড্রোন আসানসোল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ও সেগুলি আসানসোলের পুলিশ লাইনের মাঠে উড়িয়ে ট্রায়াল দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments