eaibanglai
Homeএই বাংলায়চালু হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত, দাঁড়াবে দুর্গাপুরে

চালু হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত, দাঁড়াবে দুর্গাপুরে

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- পূর্ব রেলের আসানসোল ডিভিশনে চালু হচ্ছে আরও দুটো বন্দে ভারত এক্সপ্রেস। এই দুটি ট্রেনই আসানসোল উপর দিয়ে চলবে বলে জানা গেছে। এর মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া ও গয়ার মধ্যে চলবে। অন্যটি চলবে আসানসোল রেল ডিভিশনের দেওঘর থেকে বারানসি পর্যন্ত। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান আগামী রবিবার ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনগুলির “ফ্ল্যাগ অফ” করে শুভ সূচনা করবেন।

এর মধ্যে হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনটি দুর্গাপুরে স্টপেজ দেবে। ট্রেনটি সকাল ৬ টা বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এরপর দুর্গাপুর থেকে ৮ টা বেজে ২৮ মিনিট ও আসানসোল থেকে ৮ টা বেজে ৫৩ মিনিটে ছাড়বে। একইভাবে ধানবাদে ৯টা বেজে ৪৩ মিনিট , পরেশনাথে ১০টা বেজে ১৩ মিনিট ও কোডারমায় ১০ টা বেজে ৫৮ মিনিটে ছেড়ে গয়ায় পৌঁছাবে ১২টা বেজে ৩০ মিনিটে। ফেরার সময় ট্রেনটি গয়া থেকে ছাড়বে বিকেল ৩টে বেজে ১৫ মিনিটে। ধানবাদে সন্ধ্যে ৬ টায়, আসানসোল ৬টা বেজে ৪৮ মিনিট, দুর্গাপুরেট ৭টা বেজে ১১ মিনিটে ছেড়ে হাওড়া স্টেশনে পৌঁছাবে ৯ টা বেজে ০৫ মিনিটে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে ট্রেনটি। ট্রেনে থাকবে ১৬ টি কামরা।

অন্য ট্রেনটি বারাণসী থেকে সকাল ৬টায় ছাড়বে ও দেওঘর পৌঁছবে দুপুর ১ টা বেজে ৪০ মিনিটে। একইভাবে ট্রেনটি দেওঘর থেকে বিকাল ৩ টে বেজে ১৫ মিনিটে ছেড়ে বারাণসী পৌঁছাবে ১০টা বেজে ৩০ মিনিটে । ট্রেনটি মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে। এই ট্রেনের মাধ্যমে যাত্রীরা সরাসরি বৈদ্যনাথ ধাম থেকে বিশ্বনাথ ধাম যাতায়াত করতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments