সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যে যখন কয়লা পাচার কাণ্ডে তৎপর রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তখন ইসিএল এলাকায় নতুন কায়দায় কয়লা চুরি ও পাচার হচ্ছে বলে আভিযোগ করলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বুধবার শহরের গোধূলি মোড় সংলগ্ন নিজ বাসভবনের এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, কয়লা সিন্ডিকেট নিয়ে সিবিআই তৎপর হওয়ায় কিছুদিনের জন্য অবৈধ কয়লা ব্যবসা বন্ধ থাকলেও বেশ কিছুদিন ধরে নতুন পদ্ধতিতে কয়লা চুরি শুরু হয়েছে এ সি এল এর অন্তর্গত কয়াল খনিগুলি থেকে। তার দাবি, ইসিএল যে সমস্ত প্রাইভেট অপারেটরদের কয়লা উত্তোলনের দায়িত্ব দিয়েছে তারায় ইসিএলকে ৭০%-৮০% কয়লা দিয়ে বাকি ৩০%-২০% কয়লা কোলমাফিয়াদের সাথে যোগসাজশ করে বিক্রি করে দিচ্ছে। ফলে যে পরিমাণ কয়লা ইসিএলের ডিপোতে পৌঁছানোর কথা তার থেকে অনেক কম পরিমাণ কয়লা পৌঁছাচ্ছে। এই ডিপো শর্ট মেকাপ করতে কয়লার সঙ্গে মেশানো হচ্ছে মাটি। আর যারা এর প্রতিবাদ করছে তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা বেতন কমিয়ে দেওয়া হচ্ছে।
এই কয়লাচুরি দুর্নীতিতে স্থানীয় মাফিয়াদের সঙ্গে ইসিএল আধিকারিকরাও যুক্ত কিনা সেই বিষয়ে তদন্তের দাবী জানিয়ে ইতিমধ্যেই তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে অবগত করে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি সেই চিঠির প্রতিলিপি ফরওয়ার্ড করেছেন মিনিস্ট্রি অফ কোল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোল সেক্রেটারি, চেয়ারম্যান এবং ইসিএলের সিএমডিকে।
কয়লা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে জিতেন্দ্র তিওয়ারি এদিন বলেন, অতীতে এই কয়লা চুরির জন্য আমাদের শহরকে বাইরে অনেক বদনাম হতে হয়েছে। আসানসোলকে আর আমরা বেআইনি কয়লার ব্যাবসার জায়গা হতে দেবোনা। দিন দশেকের মধ্যে যদি পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা না নেয় তবে আইনগতভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের হুমকিও দিয়েছেন তিনি।