সংবাদদাতা,আসানসোলঃ- আগামী পরশু অর্থাৎ ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে আসানসোলে শুরু হয়ে গেল নির্বাচনী তৎপরতা। এদিকে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বাংলা ঝাড়খণ্ড সীমানায় শুরু হয়েছে কড়া নজরদারি অন্যদিকে নির্বাচনী পরিকাঠামো খতিয়ে দেখতে ডিসিআরসি সেন্টার পরিদর্শন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের।
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই বাংলা ঝাড়খণ্ড সীমানায় কড়া নজরদারি শুরু করল পুলিশ। রূপনারায়ানপুরের বাংলা ঝাড়খণ্ড সীমানায় নাকা পয়েন্টে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছে। সমস্ত যানবাহন দাঁড় করিয়ে চলছে তল্লাশি। এদিন এই অভিযানে উপস্থিত রয়েছেন এসিপি(কুলটি )সুকান্ত ব্যানার্জী, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হক, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক শুভেন্দু চ্যাটার্জী সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অন্যদিকে এদিন আসানসোলের সালানপুর ব্লকের ডিসিআরসি সেন্টার পরিদর্শন করেন এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঁটি, রূপনারায়ণপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক,কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক শুভেন্দু চ্যাটার্জী। সালানপুর ব্লকের আছড়া যোগেশ্বর ইনস্টিটিউশন এলাকায় ডিসিআরসি সেন্টার পরিদর্শন করে নির্বাচনের জন্য আয়োজিত সমস্ত পরিকাঠামো ক্ষতিয়ে দেখেন তাঁরা।