eaibanglai
Homeএই বাংলায়বিদ্যুতের পোল চুরির ঘটনায় বড়সড় সাফল্য কুলটি থানার পুলিশের

বিদ্যুতের পোল চুরির ঘটনায় বড়সড় সাফল্য কুলটি থানার পুলিশের

সংবাদদাতা,আসানসোলঃ– পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুতের পোল চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।

প্রসঙ্গত গত জুন মাসের ২৪ তারিখে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ি এলাকার দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের মাইথন অ‍্যালয়স কারখানা সংলগ্ন এলাকা থেকে ২২টি বিদ্যুতের রেল পোল চুরির ঘটনা ঘটে। প্রায় ১৩.৭৫মেট্রিক টন ওজনের রেল পোল ট্রাকে তুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর ৩ জুলাই মেসার্স সুদেষ্ণা এন্টারপ্রাইস কোম্পানির তরফে চৌরাঙ্গি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার তদন্তে নেমে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি থানার পুলিশ যৌথ ভাবে গত ১৩ জুলাই অভিযান চালিয়ে বিহারের সীতামারী জেলার ডুমরা থানা এলাকা থেকে চুরি যাওয়া প্রায় সমস্ত রেল পোলগুলি উদ্ধার করে নিয়ে আসে। পাশাপাশি ঘটনায় যুক্ত দুষ্কৃতীদেরও খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments