সংবাদদাতা,আসানসোলঃ– কথায় বলে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। শুক্রবার এরকমই একটি ঘটনা সামনে এসেছে। ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ খুঁটিতে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েও বেঁচে গেল যুবক। ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত জামিরকুড়ি গ্রামে।
জানা গেছে স্থানীয় গ্রামের যুবক মানসিক ভারসাম্যহীন বছর ২৭-এর উত্তম মল্লিক তার বাড়ির সামনের ৩৩হাজার ভোল্টের একটি বিদ্যুৎ খুঁটিতে হঠাৎ চড়ে বসে এবং তার শরীরে বিদ্যুতের ঝটকাও লাগে। এদিকে ওই যুবকের বিদ্যুৎ খুঁটিতে ওঠার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। কিন্তু সাহস করে ওই যুবককে খুঁটি থেকে নামানোর সাহস পায়নি কেউ। বরং তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও দমকলকে। পাশাপাশি খবর দেওয়া হয় ডিভিসি কর্তৃপক্ষকে। খবর পাওয়া মাত্রই বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিভিসি।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, আসানসোল থেকে দমকল বাহিনীর দল ও ডিভিসির বিদ্যুৎ বিভাগের কর্মীরা। অবশেষে স্থানীয়দের সাহায্য়ে দমকল ও ডিভিসির বিদ্যুৎ বিভাগের কর্মীরা ওই যুবকের কোমরে দড়ি পরিয়ে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। এরপরই তাকে পুলিশের অ্যাম্বুল্যান্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।