সংবাদদাতা,আসানসোলঃ– কয়লা উত্তোলনের সময় আচমকাই একটি পোকল্যানে আগুল লেগে আতঙ্ক ছড়াল আসানসোলের সালানপুর এরিয়ার ইসিএলের বনজেমারী কোলিয়ারির কয়লা খনিতে। জানা গেছে এদিন কয়লা উত্তোলনের সময় আচমকা পোকল্যানটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তড়ঘড়ি ইসিএল-এর টাঙ্কারে করে জল দেওয়ার কাজ শুরু হয়। অবশেষে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পোকল্যানটি ভষ্মীভূত হয়ে যায়।
জানা গেছে একটি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা এই কোলিয়ারি থেকে কয়লা তোলার দায়িত্বে রয়েছে। পোকল্যানটি ওই বেসরকারি সংস্থারই কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত হত। এদিন খনিগর্ভের অনেক নীচে কয়লা উত্তোলনের কাজ চলছিল। তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খনি কর্মীদের প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই ওই পোকল্যানটিতে আগুন লাগে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে খনি কর্তৃপক্ষ।