সংবাদদাতা,আসানসোলঃ- যান্ত্রিক ত্রুটির জেরে বৈদ্যুতিক চুল্লিতে অগ্নিকাণ্ড। মৃতদেহ দাহ করতে এসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মৃতের পরিবার। ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত ডিশেরগড় ছিন্নমস্তা মন্দির সংলগ্ন শ্মশান এলাকার।
জানা গেছে চলতি মাসের ১২ তারিখ থেকে ছিন্নমস্তা মন্দির সংলগ্ন শ্মশান এলাকার বৈদ্যুতিক চুল্লিটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শ্মাশানে কর্মরতরা জানান বিষয়টি পুরসভার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। যদিও সেটি সারাইয়ের কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে ত্রুটি যুক্ত চুল্লিতেই চলছিল দাহ কার্য। এরই মধ্যে আজ দপুরে একদি শব দাহ করতে গিয়ে চুল্লিতে আগুন লেগে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন শব দাহ করতে আসা মানুষজন শ্মশানের কর্মীরা।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে শ্মশানে ছুটে যান আসানসোল পৌরনিগমের এম.এম.আইসি ইদ্রানী মিশ্র। তিনি সবকিছু খতিয়ে দেখে দ্রুত চুল্লির সারানোর আশ্বাস দেন।