সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আসানসোল গোল্ড ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল রবিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে। খেলায় আসানসোল গ্রাম এফসি ও আসানসোল ডিএসএ ইস্টার্ন রেলওয়ে দল একে অপরের মুখোমুখি হয়েছিলো। শেষ পর্যন্ত একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে (২-০) গোলে আসানসোল গ্রাম এফসিকে হারিয়ে ইস্টার্ন রেলওয়ে দল চ্যাম্পিয়ান হয়। বিজয়ী দলকে অমলকান্ত সরকার মেমোরিয়াল ট্রফি এবং রানার্স আপ দলকে দেবব্রত সরকার মেমোরিয়াল ট্রফি দেওয়া হয়।
প্রসঙ্গত এই নিয়ে দ্বিতীয় বর্ষ এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে মোট ৮টি দল অংশ নিয়েছিল। আসানসোল সাবডিভিশন খেলে এমন দলের পাশাপাশি রানিগঞ্জের একটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
এদিনের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দুই শিল্পপতি ও সমাজসেবী শচীন রায় ও এইচ এন মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতা পরিচালনা করা হয়।