সংবাদদাতা,আসানসোলঃ– অভিনব প্রতারণার শিকার হলেন ইসিএলের কুনুস্তোড়িয়া কোলিয়ারির এক খনি কর্মী। খোয়ালেন নগদ ৩০,০০০ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে মঙ্গলবার নিজের প্রয়োজনে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় স্টেট ব্যাংক থেকে নগদ ৩০,০০০ টাকা তোলেন ইসিএল কর্মী গোয়ালা পাশি। টাকা তুলে ফেরার পথে এক মাঝ বয়সী যুবক নিজেকে ইনকাম ট্যাক্সের এজেন্ট বলে পরিচয় দিয়ে, তার এলআইসির প্রিমিয়ামের টাকা কম হয়ে যাবে বলে আশ্বাস দেয় এবং ওই ইসিএল কর্মীকে নিজের মোটর বাইকে বসিয়ে ব্যাংক থেকে কিছুটা দূরেই নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে ইসিএল কর্মীকে ওই যুবক কথার ছলে জিজ্ঞাসা করেন তাঁর কাছে কত টাকার নোট রয়েছে। এরপরই নিজের কাছে থাকা টাকার বাণ্ডিল ওই যুবককে দেখান ইসিএল কর্মী। অভিযোগ এরপরই তার পাসবুক নিচে পড়ে গেছে বলে খনিকর্মীকে অন্যমনস্ক করে তাঁর কাছে থাকা টাকার বাণ্ডিল নিয়ে চম্পট দেয় ওই যুবক। এরপরই পুরো বিষয়টি জানিয়ে পঞ্জাবি মোড় ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন ইসিএল কর্মী।
অন্যদিকে অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও রানীগঞ্জ থানার আধিকারিকরা ঘটনাস্থলও পরিদর্শন করেন। জানা গেছে রানীগঞ্জ থেকে পাণ্ডবেশ্বর অভিমুখে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে দ্রুত বেগে চম্পট দেয় প্রতারক ওই যুবক।