সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়ে তোলার লক্ষ্যে এবার আসানসোলের বাজারকে সুন্দরভাবে সাজাতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে আসানসোল পৌরনিগম। এই লক্ষ্যে আসানসোলের কালিপাহাড়ি এলাকায় নিয়ন্ত্রিত বাজার সমিতির মুখ্য বাজার দপ্তর তৈরি করা হচ্ছে । শনিবার ওই এলাকায় পরিদর্শনে করলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।
এদিন মেয়র বলেন, “আসানসোল বাজারের মধ্যে যে সকল ব্যবসায়ীরা সবজি, ফল ও ডিম ইত্যাদি ব্যবসা করে থাকেন, তাদের সুবিধার্থে মুখ্য বাজার দপ্তর স্থান্তরিত করা হচ্ছে। এখানে প্রায় ১৫০টি দোকান রয়েছে। আগামী দিনে বেশ কিছু পরিকল্পনাও রয়েছে শহরকে আরও সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে।”