eaibanglai
Homeএই বাংলায়প্রচণ্ড দাবদাহে নাজেহাল শিল্পাঞ্চলবাসী

প্রচণ্ড দাবদাহে নাজেহাল শিল্পাঞ্চলবাসী

সংবাদদাতা,আসানসোলঃ– পয়লা বৈশাখের আগেই চৈত্রের শেষেই শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাপট। প্রতিদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়ছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশী। প্রচণ্ড দাবদাহে নাজেহাল শিল্পাঞ্চলবাসী। খুব সকাল সকাল আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও, সকাল ১০টার পর থেকে তাপমাত্রা বাড়তে থাকছে। তার প্রভাব পড়ছে জনজীবনেও। সকাল দশটা এগারোটার পর থেকেই রাস্তাঘাট একপ্রকার শুনশান। বাস থেকে রাস্তাঘাট সবই প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। দুপুরের দিকে কার্যত ‘লু’ বইছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না বাসিন্দারা। যারা বাইরে বেরোচ্ছেন তারা শরীরকে একটু জিরিয়ে নিতে ভিড় করছেন আখের রস, ডাবের জল, আম পোড়া শরবত বিক্রেতাদের কাছে।

এই গরমের হাত থেকে নিজেদের বাঁচাতে সচেতনতা বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ এই সময়ে সান স্ট্রোকের ঝুঁকি থাকে অনেকটাই। তাই চিকিৎসকরা প্রচুর পরিমাণে জল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন । এবিষয়ে প্রশ্ন করা হলে জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, এখনো পর্যন্ত জেলা হাসপাতালে সেরকম কোনো রোগী আসেনি। তবে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments