eaibanglai
Homeএই বাংলায়টানা বৃষ্টিতে জলে ভেসে একই দিনে মৃত্যু ৩ জনের

টানা বৃষ্টিতে জলে ভেসে একই দিনে মৃত্যু ৩ জনের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলে বেশকিছু মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক খনি কর্মী সহ তিনজনের। শনিবার সকালে তিনজনেই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন আসানসোল উত্তর থানার রেলপারের ডিপোপাড়ার কেএস রোডের বাসিন্দা রোহিত রায় (২৯) ও আসানসোল দক্ষিণ থানার রাহালেনের বাসিন্দা গৌরাঙ্গ রায় ( ৩৯) ও আসানসোল সুগম পার্কের বাসিন্দা বাসিন্দা চঞ্চল বিশ্বাস (৫৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের রাহালেনের গৌরাঙ্গ রায় ইসিএলের কালিপাহাড়ি কোলিয়ারিতে চাকরি করতেন। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে তিনি বাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান কালিপাহাড়ি রেল ব্রিজ দিয়ে জল যাচ্ছিলো, তার মধ্যে দিয়েই গৌরাঙ্গবাবু মোটরবাইক নিয়ে ব্রিজ পার করার চেষ্টা করেন। কিন্তু জলের তোড়ে বাইক সহ ভেসে যান তিনি। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। শেষ পর্যন্ত শনিবার সকালে কালিপাহাড়ি রেল ব্রিজ থেকে বেশকিছুটা দূরে ভেসে যাওয়া খনি কর্মী দেহ উদ্ধার করা হয় ও জেলা হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, আসানসোলের রেলপারের ডিপোপাড়ার কেএস রোডের রোহিত রায় শুক্রবার বাড়ির অদূরে সুকান্ত পল্লীতে গাড়ুই নদীর উপরে একটি অস্থায়ী সেতু পার হচ্ছিলেন। কিন্তু বেসামাল হয়ে পা পিছলে তিনি নদীতে পড়ে তলিয়ে যান। শনিবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কে কাল্লা মোড়ে গাড়ুই নদী থেকে রোহিত রায়ের দেহ উদ্ধার হয়।

অন্য দুর্ঘটনাটি ঘটে আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায় গাড়ুই নদীর ব্রিজে। শুক্রবার সকালের পর থেকে ওই সেতুর উপর দিয়ে জল বওয়া শুরু হওয়ায় পারাপার করছিলেন না স্থানীয়রা। কিন্তু সন্ধ্যায় সুগম পার্কের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী চঞ্চল বিশ্বাস গাড়ি সহ ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেতুর ওপর দিয়ে উপচে পড়া নদীর জলের তোড়ে গাড়ি সহ তিনি ভেসে যান। শনিবার সকালে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূড়ে গাড়ুই নদী থেকে ভেসে যাওয়া গাড়ি থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।

পুলিশ জানায়, এদিন আসানসোল জেলা হাসপাতালে তিনজনের মৃতদেহর ময়নাতদন্ত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments