eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিক পরীক্ষার্থীদের জল টিফিন ও গাড়ি দিয়ে সাহায্য়

মাধ্যমিক পরীক্ষার্থীদের জল টিফিন ও গাড়ি দিয়ে সাহায্য়

সংবাদদাতা,আসানসোলঃ– রাজ্য জুড়ে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। নির্বিঘ্নে পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত করতে ও পরীক্ষার্থীদের সাহায্য়ার্থে নানা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষা শুরুর পথম দিনেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আসানসোলের বাসুদেবপুর জেমারীর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন জেমারী গোলঘর প্রাঙ্গণে প্রায় ৪২জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে পানীয় জল, কলম ও টিফিন তুলে দেওয়া হয়। এছাড়াও পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি গাড়িরও ব্যাবস্থা করেন তাঁরা।

এই প্রসঙ্গে যুব তৃণমূল নেতা সন্তু নাগ(শচীন) বলেন, বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। জল, খাবার দেওয়ার পাশাপাশি গাড়ি দিয়েও ছাত্রছাত্রীদের সাহায্য় করছেন। পাশাপাশি তিনি বলেন, আজকের এই পরীক্ষার্থীরই দেশের ভবিষ্যৎ। তাই যুব সমাজের পাশে থেকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই আমাদের মূল লক্ষ্য।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কাজল গোস্বামী,গোপাল দাস,পিন্টু বাউরি,ছোটন বাদ্যকর,প্রদীপ বাউরি,সুদীপ নাগ,রিপ চন্দ সহ স্থানীয় তৃণমূল কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments