সংবাদদাতা, আসানসোলঃ- অনলাইন টেলিমেডিসিনের সাহায্য় নিয়ে এক মরণাপন্ন রোগীকে সুস্থ করে তুললেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা। সরকারি হাসপাতালের এহেন পরিষেবায় খুশি রোগীর পরিজনেরা। পাশাপাশি আধুনিক এই পরিষেবার মাধ্যমে রোগী সুস্থ করতে পেরে খুশি চিকিৎসকরাও।
জানা গেছে উত্তর প্রদেশের বাসিন্দা নাজমা খাতুন আসানসোলের মুন্সী বাজারে মেয়ের বাড়ি এসেছিল। সেখানে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। সিটিস্ক্যান ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন ওই রোগিণীর মস্তিষ্কে স্ট্রোক হয়েছে। যার ফলে রোগিণীর বাঁদিকটা অচল হয়ে পড়ে। এরপর এই বিষয়েটি নিয়ে আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা অনলাইনের মাধ্যমে কলকাতার এসএসকেএম হাসপাতালের নিউরো হাবের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। অনলাইনেই চলে চিকিৎসা। কলকাতার নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকরা সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসার বিষয়ে পরমার্শ দেন। সেই পরামর্শ মতো আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা রোগীকে ক্রিটিক্যাল ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা শুরু করেন ও তাতে সফল হন। বর্তমানে রোগী অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক গৌতম মণ্ডল।
পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে আসানসোল হাসপাতালের চিকিৎসকরা সাধারণ মানুষের প্রতি বার্তা দিয়ে বলেন, স্ট্রোকের মতো কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে ভর্তি করার। স্ট্রোকের চার ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করলে বেশীরভাগ ক্ষেত্রেই রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে।