সংবাদদাতা,আসানসোলঃ- শিয়াল ধরার জালে আটকা পড়ল হায়না। ঘটনা আসানসোলের জঙ্গল লাগোয়া চুরুলিয়া পঞ্চায়েত লদা গ্রামেj। জানা গেছে এদিন ভোর রাত থেকে গ্রামের মানুষ বিকট ডাক শুনতে পান। সকালে খোঁজ করতে গিয়ে গ্রামবাসীরা দেখেন গ্রামের পুকুরের পিছনে একটি পরিত্যক্ত জমিতে শিয়াল আটকানোর জন্য পাতা ফাঁদে আটকা পড়েছে একটি হায়না।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জামুরিয়া থানায় অন্তর্গত চুরুলিয়া ফাঁড়িতে। সেখান থেকে খবর যায় দুর্গাপুর বন বিভাগে। সেখান থেকে আসানসোল বনাদপ্তরে। এরপর আসানসোল বনবিভাগের এক আধিকারিকের নেতৃত্বে গৌরাঙ্গি বিট এবং সরিষাবলী বিট অফিসের কয়েকজন দক্ষ বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে হায়নাটির শারীরিক পরীক্ষার পর পর্যবেক্ষণে রাখা হবে। পরে সেটিকে কোনও জঙ্গে ছেড়ে দেওয়া হবে।
বনবিভাগ সূত্রে জানা গেছে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের শুকনো এবং আধা শুকনো জঙ্গলে এই স্ট্রাইপড হায়না যার বিজ্ঞানসম্মত নামঃ হাইনা হাইনা-এর দেখা মেলে। বনবিভাগের দাবি পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় জঙ্গলের পরিধি বেড়েছে। ফলে সেইসব জঙ্গলে নিয়মিত বন্যপ্রাণীরা আসতে শুরু করেছে। তবে জঙ্গল বাড়লেও হায়নাটি কেন লোকালয়ে চলে এল তা খতিয়ে দেখছেন বনকর্তারা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আসানসোল খনি এলাকায় কয়লাখনির সংখ্যা বেড়ে যাওয়ায় জঙ্গল কমে যাচ্ছে। যার জেরে হায়নাটি লোকালয়ে চলে আসতে পারে।