সংবাদদাতা,আন্ডালঃ- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কড়া নজরদারি ও অভিযানের জেরে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবৈধ কয়লার খাদান ও তার সাথে যুক্ত বিভিন্ন অবৈধ কারবারে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি প্রশাসনের। কিন্তু পুলিশের শত চেষ্টা সত্বেও অবৈধ কয়লার কারবার চলছে বলে বার বার অভিযোগ উঠছে। পুলিশের চোখে ধুলো দিতে নিত্যদিন বদলাচ্ছে কয়লা পাচারের ধরণ। নতুন নতুন পন্থা অবলম্বন করে কয়লা পাচারের অভিযোগ উঠছে বার বার। এবার অন্ডাল থানা এলাকায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে অবৈধ কয়লা। এর আগে চলতি মাসেই জামুড়িয়ায় দুধের গাড়ি ও খাদ্য সামগ্রি বহনকারী গাড়ি থেকে অবৈধ কয়লা উদ্ধার করেছিল পুলিশ। সব ক্ষেত্রেই ওই কয়লা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ আসানসোল থেকে বর্ধমানগামী একটি যাত্রীবোঝাই বড় বাসকে জাতীয় সড়কে আটকায় অন্ডাল থানার পুলিশ ও অন্ডাল ট্রাফিক পুলিশের কর্মীরা। অন্ডাল গ্রামের মোড়ের কাছে বাসটিকে থামানো হয়। এরপর বাসে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চরকগাছ। বাস ভর্তি যাত্রীর সঙ্গেই অবাধে পাচার করা হচ্ছিল অবৈধ কয়লা। বাস থেকে ওই কয়লা উদ্ধার করে বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি বাসের যাত্রীদের যাতে হয়রানি না হয় তাই বাস মালিককে জরিমানা করে বাসটি ছেড়ে দেয় পুলিশ। আটকে রাখা হয় বাসের এক কর্মীকে। উদ্ধার হওয়া কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি বর্ধমানে পাচারের উদ্দেশ্যে ওই কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল।