সংবাদদাতা,আসানসোলঃ– অবৈধ কয়লা পাচার রুখতে বড়সড় সাফল্য পেল আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত্রে দেবীপুর সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুইটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় একটি ট্রাকের চালককে।
পুলিশ সূত্রে জানা গেছে কার্বন এশিয়ান সেল নামের জালি কাগজের আড়ালে ট্রাকে ত্রিপল ঢেকে ঝাড়খণ্ড থেকে ওই অবৈধ কয়লা বোঝাই ট্রাক এই রাজ্যে পাচারের উদ্দেশ্য নিয়ে আনা হচ্ছিল। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবরডিহি চেকপোস্টে নকল নথি দেখিয়ে সহজেই ছাড় পেয়ে বেরিয়ে যায় ট্রাকদুটি। এরপর চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ট্রাক দুটির খোঁজে তল্লাশি শুরু করে এবং শেষ পর্যন্ত দেবীপুর সংলগ্ন জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়লা বোঝাই ট্রাক দুটিকে আটক করে পুলিশ। একটি ট্রাকের চালক ধরা পড়লেও ওই ট্রাকের খালাসি ও অপর ট্রাকের চালক খালাসি পুলিশ দেখে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া চালকের নাম রাজু মণ্ডল। সে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার সিমনুড়ির বাসিন্দা । বুধবার তাকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।