eaibanglai
Homeএই বাংলায়‘রাস্তাশ্রী-পথশ্রী’ প্রকল্পে বারাবনি বিধানসভায় ৬০টি রাস্তার শিল্যানাস মুখ্যমন্ত্রীর

‘রাস্তাশ্রী-পথশ্রী’ প্রকল্পে বারাবনি বিধানসভায় ৬০টি রাস্তার শিল্যানাস মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা, আসানসোলঃ– মঙ্গলবার হুগলির সিঙ্গুর থেকে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের আওতা রাজ্যের ২২ টি জেলার ১২ হাজার কিলোমিটারেরও বেশী রাস্তার ভার্চুয়ালি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরের রতনপুরের প্রশাসনিক জনসভা থেকে এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান বাংলায় ১২ হাজার কিলোমিটারের বেশি রাস্তা পুনর্নির্মাণ করা হবে। রাজ্যের সব কটা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। ২২টা জেলার ৩০ হাজার গ্রামে রাস্তায় কাজ করা হবে। রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে।

আর এই প্রকল্পের আওতায় আসানসোলের বারাবনি বিধানসভায় মোট ৬০টি রাস্তার শিল্যানাস হল এদিন। যার মধ্যে সালানপুর ব্লকে রয়েছে ২২টি রাস্তা এবং বারাবনি ব্লকের ৩৮টি রাস্তা। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল শিলান্যাসের পর এদিন সালানপুর ব্লকে কল্ল্যা পঞ্চায়েতের ২টি রাস্তার এবং বারাবনি ব্লকের পানুডিয়া পঞ্চায়েতের একটি রাস্তার ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়া প্রতিটি পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ সদস্যরা বাকি ৫৭টি রাস্তার ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন।

এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কি বোঝে। তাই রাজ্য জুড়ে উন্নয়ন চলছে। আজ রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রায় ১২০০০কিলোমিটার রাস্তার শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই টাকা পুরোটাই রাজ্য সরকারের ফান্ড থেকে খরচ হবে। এতে কেন্দ্রের কোনও ফান্ড নেই। তাই রাজ্যের সমস্ত মানুষের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রীর পাশে থেকে তার হাত আরো শক্ত করুন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments