সংবাদদাতা,আসানসোলঃ– এই তীব্র গরমে জল সংকটে ভুগছে জামুড়িয়া বিধান সভার হিজলগোড়া গ্রামের কয়েক হাজার বাসিন্দা। অভিযোগ গত ১৫ দিন ধরে জল আসছে না গ্রামে। প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত চার বছর ধরে জলের সংকট রয়েছে এলাকায়। অনিয়মিতভাবে হলেও পিএইচই দপ্তর থেকে গ্রামে জল সরবরাহ করা হয়। কিন্তু গত ১৫ দিন একেবারে জল সরবরাহ হচ্ছে না। যার ফলে চরম জলসংকটে পড়েছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দা। তাছাড়াও এলাকায় রয়েছে প্রায় দশটি আইসিডিএস সেন্টার। তার মধ্যে ৯ টি আইসিডিএস সেন্টারে একেবারে জল না থাকায় রান্না থেকে শুরু করে শিশুদের পানীয় জল দিতে পারছেন না আইসিডিএস কর্মীরা। ফলে এই তীব্র গরমে জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। বিক্ষোভ কারীদের অভিযোগ অজয় নদ থেকে জল তুলে পি এইচ ই দপ্তর জল সরবরাহ করে। কিন্তু হিজলগোড়া গ্রামের আগেই পাথরচুড় সহ একাধিক গ্রামের কিছু মানুষ জলের মেন লাইন ফাটিয়ে চাষাবাদ করছেন। যার ফলে তাদের এলাকায় জলের সংকট দেখা দিয়েছে।
যদিও বিষয়টি নিয়ে হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ফটিক অন্যকথা জানান। তিনি বলেন, নদীতে জলের স্তর কমে যাওয়ার ফলে জল তুলতে সমস্যা হচ্ছে। পৌরসভার যে দুটি পাম্প রয়েছে তার মধ্যে একটির অবস্থা খুব খারাপ এবং একটিতে জল তোলা হচ্ছে। বিষয়টি পৌরসভা, বিডিও অফিস সহ সব জায়গায় জানানো হয়েছে এর সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান। অন্যদিকে জামুড়িয়ার বিডিও অরুনালোক ঘোষ জানান, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। জল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিএচ ই দফতর থেকে টেঙ্কারে করে জল সরবরাহ করা হবে।