eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের পুজো কার্নিভাল নিয়ে তোপ জিতেন্দ্র তিওয়ারির

দুর্গাপুরের পুজো কার্নিভাল নিয়ে তোপ জিতেন্দ্র তিওয়ারির

সংবাদদাতা, আসানসোলঃ- বাঙালির দুর্গাপুজোকে সম্প্রতি হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। বাঙালির পুজো উঠে এসেছে বিশ্বের দরবারে। তাকে আরও আলোকিত ও বর্ণময় করতে কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভাল করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পশ্চিম বর্ধমানের কার্নিভালের অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয় শিল্পশহর দুর্গাপুরকে। গতকাল অন্যান্য জেলার পাশাপাশি দুর্গাপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় পুজো কার্নিভাল। এরপরই দুর্গাপুরে পুজো কার্নিভাল হওয়া নিয়ে শাসক দলকে তোপ দাগলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি আসানসোলকে বঞ্চিত করে দুর্গাপুরে পুজো কার্নিভাল করা হল। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন পুজো কার্নিভালের উৎপত্তি আসানসোলের বার্নপুর শহরে। যেখানে প্রায় ৩০ বছর ধরে প্রতিবছর শহরের বড় পুজোগুলো নিয়ে কার্নিভাল করা হয়। অথচ সেই আসানসোলকেই সরকারি পুজো কার্নিভালের অনুষ্ঠান থেকে বঞ্চিত করা হল। তাঁর মতে এর কারণ সামনেই দুর্গাপুর পৌরসভার নির্বাচন। তাই ভোট পাওয়ার লোভে আসানসোলের বদলে দুর্গাপুরে কার্নিভাল করা হল। তিনি আরো বলেন, আসানসোল শুধু ট্যাক্স দেয় আর ওই টাকাই কলকাতা ও অন্যান্য শহরের উন্নয়ন হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments