eaibanglai
Homeএই বাংলায়'গুটকাখোর বলবেন, আবার তাদের সাথেই বৈঠক করবেন' মুখ্যমন্ত্রীকে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

‘গুটকাখোর বলবেন, আবার তাদের সাথেই বৈঠক করবেন’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

সংবাদদাতা,আসানসোলঃ- ইউপি বিহারের অধিবাসীদের গুটকা খোর বলবেন। আবার তাদের সাথেই বৈঠক করবেন। গতকাল নবান্নে নিশীত কুমার ও তেজস্বী যাদবের সাথে মমতা ব‍্যানার্জির বৈঠককে এভাষাতেই কটাক্ষ করলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

প্রসঙ্গত মঙ্গলবার কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা আসানসোল আদালতে হাজিরা দিতে এসেছিলেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন তিনি। একই সাথে বর্তমান তৃণমূল বিধায়ক ও রাজ‍্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র সমালোচনায় সরব হন তিনি। তিনি বলেন কুমারপুরে রেলের ওভারব্রিজ পরিদর্শনের প্রয়োজন নেই। কারণ ওই কাজ আইএসপি সেল (ইস্কো) ও রেল যৌথ ভাবে পরিচালনা করছে। ওই কাজ শেষ হবেই। কিন্তু বিজেপির সাংসদ হিসাবে বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রের সিধাবাড়ি বলে একটি গ্রাম দত্তক নিয়েছিলেন। সেই গ্রামের বর্তমান পরিস্থিতি কী রকম হয়েছে তা একবার নিজের চোখে দেখে এলে ভালো করতেন। অন‍্যদিকে গতকাল নবান্নে নিশীত কুমার ও তেজস্বী যাদবের সাথে মমতা ব‍্যানার্জির বৈঠক সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেন, ইউপি বিহারের অধিবাসীদের গুটকা খোর বলবেন। আবার তাদের সাথেই বৈঠক করবেন। আমি জানিনা গতকাল বিহার থেকে আগত অতিথিরা নবান্নে গুটকা খেয়ে গিয়েছিলেন কি না?এছাড়া কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, ও তার ছেলে কেশব পোদ্দারের গোরু পাচার মামলায় জড়িত থাকার নিয়ে তিনি বলেন, যারা ওই অডিও নিয়ে সমালোচনা করেছেন তাদের বলি, কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয়না এবং পাত্তা দেওয়া হয়না বিজেপিকে। সেক্ষেত্রে বিজেপির নেতারা কী ভাবে গোরু পাচারে জড়িত থাকবে। প্রশ্ন তোলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments