eaibanglai
Homeএই বাংলায়ইসিএলে কর্মরত তৃণমূল কর্মীদের ট্রান্সফার করে দেওয়ার হুমকি জিতেন্দ্র তিওয়ারির

ইসিএলে কর্মরত তৃণমূল কর্মীদের ট্রান্সফার করে দেওয়ার হুমকি জিতেন্দ্র তিওয়ারির

সংবাদদাতা,আসানসোলঃ– এবার ইসিএলে কর্মরত তৃণমূল কর্মীদের মধ্যপ্রদেশে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রসঙ্গত শনিবার জামুরিয়া দু’নম্বর ব্লকের চিচুড়িয়া অঞ্চলের সিদ্ধপুর বাগডিহা গ্রামে আয়োজিত হয়েছিল স্থানীয় বিজপি নেতা কর্মীদের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন আসানসোলের প্রাক্তন মেয়র।

কিন্তু কেন এমন হুঁশিয়ারি ? স্থানীয় বিজেপি নেতা কর্মীদের অভিযোগ জামুরিয়ার ওই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান যাতে না করা যায় তার জন্য আদাজল খেয়ে নেমে পড়েছিল স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। যারা আবার কোলিয়ারী তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। এমনকি অনুষ্ঠানে প্যান্ডেল যাতে তৈরি না হয় তার জন্য স্থানীয় ডেকরেটর্সকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

শনিবার বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে ওই প্রসঙ্গ তুলে হুমকির সুরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে বলতে শেনা যায়, “ইসিএলে চাকরি কর অনেকে, মধ্যপ্রদেশ যদি ট্রান্সফার হয়ে যাও তাহলে গিন্নী কাঁদবেন। আমাদের বাধ্য কোরো না মধ্যপ্রদেশে ট্রান্সফার করে দেওয়ার জন্য। চমক ধমক দিয়ে ভারতীয় জনতা পার্টির সৈনিকদের দমানোর চেষ্টা কোরো না। এটা তোমাদের ভালোর জন্যই বলছি। তা নাহলে তোমরা দম দেওয়া ব্যাটারিতে চলো তো! তোমরা দম দেওয়া পুতুল। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের ব্যাটারি কিভাবে খুলে নিতে হয়, সেটা আমাদের জানা আছে। যেদিন ব্যাটারি খুলে নেব, সেদিন যতোই তোমাদের পার্টি তোমাদেরকে দম দিক, তুমি আর চলতে পারবে না। ব্যাটারির পুতুলকে কিভাবে বন্ধ করে দিতে হয় সেটা আমাদের জানা আছে। আশাকরি সেটার জন্য আমাদের বাধ্য করবে না।”

যদিও বিজেপি নেতার এই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে রাজি নন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জিতেন্দ্র তিওয়ারির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, “কয়েকদিন আগে থেকেই দেখছি জিতেন বিভিন্ন বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন। এক বছরে লোকসভা। হয়তো বিজেপির কাছে লোকসভার টিকিট পেতে চাইছে। তাই ওসব কথা বলে বাজার গরম করতে চাইছে। এসব কথার কোনও গুরুত্ব নেই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments