সংবাদদাতা, আসানসোলঃ- চার দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে গরু পাচার মামলায় ধৃত হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সকালেই তাকে নিয়ে কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা। তার আগে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের দাবি জানিয়ে। সেই হুমকি চিঠির পর বুধবার আদালত চত্বরে আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে আদালতে প্রবেশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। পাশাপাশি কড়া নিরাপত্তার জেরে আদালতকক্ষের ভিতরে অনুব্রত মণ্ডল, সিবিআই আধিকারিক ও দুপক্ষের আইনজীবী ছাড়া আর কাউতে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলে সূত্রের খবর। উল্লেখ্য গত ২০ অগস্ট বিশেষ আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়া হয়।