eaibanglai
Homeএই বাংলায়কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ের কলা বিভাগের ডিনকে হুমকি

কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ের কলা বিভাগের ডিনকে হুমকি

সংবাদদাতা,আসানসোলঃ– কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ের কলা বিভাগের ডিনকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও পুলিশের হস্তক্ষেপে বিশ্ববিদ্য়ালয়ে যোগ দিলেন কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ের কলা বিভাগের ডিন সজল ভট্টাচার্য।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানান উপাচার্য দেবাশীষ বন্দোপাধ্যায়। তিনি জানান শুক্রবার সকালে বর্ধমান থেকে ট্রেন ধরে আসানসোল স্টেশনে পৌঁছে স্টেশন থেকে টোটো নিয়ে বিশ্ববিদ্যালের উদ্দেশ্যে রওনা দেন বিশ্ববিদ‍্যালয়ের কলা বিভাগের ডিন সজল ভট্টাচার্য। টোটোতে তার সফরসঙ্গী হন বিশ্ববিদ‍্যালয়ের গ্রুপ সি স্টাফ তরুণ দাস। কিন্তু কিছুক্ষণের মধ‍্যেই তাঁরা বুঝতে পারেন তাঁদের টোটোকে অনুসরণ করছে ছয় -সাত জনের বাইক বাহিনী। এরপর পথেই ওই বাইক বাহিনী তাঁদের টোটোটি ঘিরে ধরে ও সজল ভট্টাচার্যকে হুমকি দেয় বিশ্ববিদ্যালে না গিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য। অধ্যাপককে স্টেশনে ফিরিয়ে দিয়ে আসে ওই দুষ্কৃতী দলটি। এরপরই সজলবাবু উপাচার্য দেবাশীষ বন্দোপাধ্যায়কে সমস্ত বিষয়টি জানান। উপাচার্য স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়ে থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও অধ্যাপক সজল ভট্টাচার্যকে নিরাপত্তা দিয়ে বিশ্ববিদ্যালে পৌঁছে দেয়।

উপাচার্য দেবাশীষ বন্দোপাধ্যায় এদিন জানান শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিভাগের পঠন পাঠন শুরু হওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে। তাঁর দাবি বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ করে অরাজকতা তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments